বুধবার, ১১ ডিসেম্বর, ২০১৩

অনলাইনে ফ্রি মুভি দেখা

আমরা অনেকেই অনলাইনে ফ্রি বাংলা, হিন্দি বা হলিউড মুভি দেখে থাকি। এমনকি যেসব মুভি কিছুদিন বা কিছু সপ্তাহ আগে মুক্তি পেয়েছে সেসব মুভিও অনলাইনে বিভিন্ন ওয়েবসাইটে দেখা যায়। আমাদের অনেকের মনেই প্রশ্ন জাগে এটি কি আইন সম্মত বা লিগাল? কারণ যারা কোটি কোটি টাকা, রুপি বা ডলার খরচ করে ছবি নির্মান করছেন তারা অবশ্যই চাইবেন প্রথম কয়েক মাস মানুষ ছবি দেখতে যাবে সিনেমা হলে। এরপর ডিভিডিতে। ডিভিডি বলতে পাইরেটেড কপি বুঝাচ্ছি না বরং যেসব কোম্পানি ছবিটির অরিজিনাল প্রিন্টের স্বত্ব পেয়েছে তাদের ডিভিডি। এরপর ছবিটি আরো পুরানো হয়ে গেলে তা কোনো টিভি চ্যানেলের কাছে স্বত্ব বিক্রি করে দেয়া হয়। এভাবেই মুভি প্রোডিউসাররা জীবিকা নির্বাহ করেন। কিন্তু সবাই যদি অনলাইনে ফ্রি দেখতে পারে তবে তাদের লস। বিশেষ করে ফ্রি বাংলা ফিল্ম দেখার ওয়েবসাইট banglamoviebd.com, ইন্ডিয়ান মুভির জন্য bharatmovies.com, হলিউড ফিল্ম দেখার ওয়েবসাইট megashare.info বেশ জনপ্রিয়তা লাভ করেছে। অনেকের মনেই প্রশ্ন আসে এসব ওয়েবসাইট আইন সম্মত কিনা। আজকে আপনাদের এই প্রশ্নের জবাব দিতেই টিউন করা।

যেসব ওয়েবসাইটের কথা এখানে উল্লেখ করেছি, ভালমত খেয়াল করলে দেখবেন যে ওয়েবসাইটগুলো নিজেরা মুভির প্রিন্ট আপলোড করে দেখাচ্ছে না। বরং বিভিন্ন ওয়েবসাইট থেকে এমবেড (Embed) করে তাদের ওয়েবসাইটে শেয়ার করছে। মেগাশেয়ার এর নিচে ফুটারে গেলে দেখতে পাবেন লিখা আছে ''Videos content are embed from various sources. Megashare don't host any movies on our server.'' বাংলা মুভি বিডির ফুটারে আছে প্রায় একই রকমের বাক্য ''Videos are embed from other sources. We do not host them on our server.'' ভারাত মুভিস এ এমন কিছু লেখা পেলাম না তবে তাদের সাইটে যে কোনো মুভিতে গেলে দেখতে পাবেন তা youtube থেকে এমবেড করা। এই জিনিসটার কারণেই ওয়েবসাইটগুলো আইনসম্মত কারণ তারা কনটেন্ট শেয়ার করছে, অবৈধভাবে মুভির কপি তাদের ওয়েবসাইটে আপলোড করছে না। তাই দুনিয়ার যে প্রান্তেই থাকুন না কেন আপনি যদি পছন্দের মুভিটি বাজারে খুঁজে না পান বা টাকা খরচ করে প্রিয় নায়ক বা নাইকার মুভি দেখার সামর্থ না থাকে তবে নিশ্চিন্তে এসব ওয়েবসাইটে খুঁজে দেখুন। 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন